Assistant Programmer Bangladesh Bank Preparation 2023

Get ready for the Assistant Programmer Bangladesh Bank with our comprehensive guide. Learn what to expect, and study tips and tricks to help you succeed. Get started today!

Preparing for the Bangladesh Bank Assistant Programmer position requires a systematic approach and a comprehensive understanding of the key subjects and topics covered in the examination.

Assistant Programmer Bangladesh Bank Important topics

This role involves developing and maintaining software applications, databases, and systems for the Bangladesh Bank, which is the central bank of Bangladesh. To help you in your preparation, here are some essential tips and topics to focus on:

1. Understand the Exam Pattern: Familiarize yourself with the exam pattern, marking scheme, and syllabus provided by the Bangladesh Bank. This will give you a clear idea of what to expect and help you plan your preparation accordingly.

2. Programming Languages: Proficiency in programming languages is crucial for the Assistant Programmer position. Focus on languages such as Java, C++, or Python, as these are commonly used in software development. Practice coding exercises and algorithms to enhance your problem-solving skills.

3. Database Concepts: Gain a solid understanding of database concepts and SQL (Structured Query Language). Learn about data modeling, normalization, indexing, and query optimization techniques. Practice writing complex SQL queries to manipulate and retrieve data efficiently.

4. Data Structures and Algorithms: Master the fundamentals of data structures such as arrays, linked lists, stacks, queues, trees, and graphs. Understand their properties, operations, and time complexities. Practice implementing algorithms like sorting, searching, and graph traversal.

5. Object-Oriented Programming (OOP): Study the concepts of OOP, including encapsulation, inheritance, polymorphism, and abstraction. Learn how to design and implement classes, objects, and interfaces. Practice writing object-oriented code to solve programming problems.

6. Web Development: Gain knowledge of web technologies like HTML, CSS, and JavaScript. Understand the concepts of client-server architecture, HTTP protocol, and web application security. Learn about frameworks like Angular or React, as they are commonly used in web development.

 

 

 

7. Software Development Life Cycle (SDLC): Familiarize yourself with the different phases of the SDLC, including requirements gathering, design, development, testing, deployment, and maintenance. Understand the importance of documentation and version control systems.

8. Operating Systems: Study the basic concepts of operating systems, including process management, memory management, file systems, and concurrency control. Learn about different types of scheduling algorithms and memory allocation techniques.

9. Networking: Gain a foundational understanding of computer networks, including protocols (TCP/IP), network topologies, routing, and switching. Learn about network security concepts and techniques, such as firewalls and encryption.

10. General Knowledge: Stay updated with current affairs, especially related to the banking sector, technology, and IT advancements. Be aware of the latest trends in software development, cybersecurity, and data privacy.

Assistant Programmer Job Circular

Get the latest information on the Assistant Programmer Job Circular. Learn about the job requirements, salary and other details, and apply online.

In addition to the topics mentioned above, solving previous years’ question papers and mock tests will give you an idea of the exam’s difficulty level and help you identify your strengths and weaknesses. Create a study schedule, allocate sufficient time to each subject, and practice regularly to build your confidence and improve your performance.

Remember to stay focused, stay positive, and approach your preparation with dedication and determination. Good luck with your Bangladesh Bank Assistant Programmer exam!

Preparation and Guidance

ব্যাংকের আইটি সেক্টরে কি কি পদে পরীক্ষা হয়?

সাধারণত Assistant Programmer, Assistant Engineer(IT)/Assistant Maintenance Engineer/Hardware Engineer, Senior Officer(IT/ICT), Assistant Database Administrator, Officer(IT) ইত্যাদি পদে পরীক্ষা হয়ে থাকে।

এসব পদের কাজ কি?

Assistant Programmer -রা সাধারণত ব্যাংকের বিভিন্ন ইনহাউজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, পেমেন্ট গেটওয়ে, মোবাইল অ্যাপ ইত্যাদি কাজে যুক্ত থাকে। অন্যদিকে Assistant Engineer(IT)/Assistant Maintenance Engineer/Hardware Engineer এর কাজ হলো হার্ডওয়্যার বা নেটওয়ার্ক সম্পর্কিত। Senior Officer(IT/ICT) -দের মূলত শাখায় পদায়ন করা হয়। সেক্ষেত্রে শাখায় আইটি সম্পর্কিত সাপোর্ট প্রদান করতে হয়, পাশাপাশি জেনারেল ব্যাংকিংও করতে হয়। Assistant Database Administrator -এর কাজ তো বোঝাই যাচ্ছে।

কিছু কমন প্রশ্ন ও উত্তরঃ

ব্যাংকের আইটি সেক্টরে কি কি পদে পরীক্ষা হয়?

সাধারণত Assistant Programmer, Assistant Engineer(IT)/Assistant Maintenance Engineer/Hardware Engineer, Senior Officer(IT/ICT), Assistant Database Administrator, Officer(IT) ইত্যাদি পদে পরীক্ষা হয়ে থাকে।

এসব পদের কাজ কি?

Assistant Programmer -রা সাধারণত ব্যাংকের বিভিন্ন ইনহাউজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, পেমেন্ট গেটওয়ে, মোবাইল অ্যাপ ইত্যাদি কাজে যুক্ত থাকে। অন্যদিকে Assistant Engineer(IT)/Assistant Maintenance Engineer/Hardware Engineer এর কাজ হলো হার্ডওয়্যার বা নেটওয়ার্ক সম্পর্কিত। Senior Officer(IT/ICT) -দের মূলত শাখায় পদায়ন করা হয়। সেক্ষেত্রে শাখায় আইটি সম্পর্কিত সাপোর্ট প্রদান করতে হয়, পাশাপাশি জেনারেল ব্যাংকিংও করতে হয়। Assistant Database Administrator -এর কাজ তো বোঝাই যাচ্ছে।

assistant programmer

Assistant Programmer Question

পোস্টিং কোথায় হয়?

এটা মূলত ব্যাংকের উপর নির্ভর করে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ

ব্যাংক চাইলে আপনাকে দেশের যেকোনো শাখায় পোস্টিং দিতে পারে। সোনালী ব্যাংকের কথা যদি বলিঃ Assistant Programmer আর Assistant Engineer(IT) -দের সাধারণত হেড অফিসে পোস্টিং পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন আইটি রিলেটেড কাজ করার সুযোগ পাওয়া যায়। তবে এদের পোস্টিং যদি শাখায় হয়, তাহলে মূলত জেনারেল ব্যাংকিং করতে হবে। Senior Officer(IT/ICT) -দের যেহুতু সাধারণত শাখায় পদায়ন করা হয় তাই তাদেরকে জেনারেল ব্যাংকিং করতে হয়, পাশাপাশি আইটি রিলেটেড সাপোর্টও প্রদান করতে হয়।

বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেঃ

প্রধান কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংকের মোট ১০ টি শাখা রয়েছে। যথা: ঢাকার মতিঝিল ও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বগুড়া। এক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক চাইলে আপনাকে তাদের যেকোনো শাখায় পোস্টিং দিতে পারে।

Assistant Programmer Question Paper with Answers PDF Bangladesh

BANKERS’ SELECTION COMMITTEE SECRETARIAT (BSCS) এর কাজ কি?

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করেছে সরকার। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা এ কমিটি নিয়ে থাকে।

ব্যাংক আইটি পরীক্ষার ধাপগুলো কি কি?

MCQ পরীক্ষা, লিখিত পরীক্ষা (Standard Aptitude Test), প্রাকটিক্যাল পরীক্ষা ও ভাইভা

পরীক্ষার নম্বর বণ্টন কী রকম?

এটা এক্সাম টেকার কে তার উপর নির্ভর করে। তবে এক্সাম টেকার কে এটা বাংলাদেশ ব্যাংক কখনো প্রকাশ করে না। তবে যারা একটু অভিজ্ঞ তারা সিট প্ল্যান দেখে অনুমান করে থাকে যে এক্সাম কে নিচ্ছে। তাই প্রস্তুতি এমনভাবে নেওয়া উচিৎ যাতে এক্সাম টেকার যে-ই হোক না কেন পরীক্ষায় ভালো করা যায়।

Assistant Programmer Bangladesh Bank

আমাদের সময় BSCS এর অধীনে Assistant Programmer, Senior Officer (IT/ICT), Assistant Engineer(IT)/Assistant Maintenance Engineer/Hardware Engineer সবগুলোতেই MCQ পরীক্ষার নম্বর বণ্টন ছিল এই রকমঃ

• বাংলা (ভাষা ও সাহিত্য) – ১০ টি প্রশ্ন

• ইংরেজি (Grammar, Vocabulary) – ১০ টি প্রশ্ন

• সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) – ১০ টি প্রশ্ন

• গণিত – ১০ টি প্রশ্ন

• আইটি – ৪০ টি প্রশ্ন

• মোট – ৮০*১.২৫= ১০০ নম্বর

(প্রতিটি MCQ ছিল ১.২৫ নম্বরের। কোন নেগেটিভ মার্কিং ছিল না।)

লিখিত পরীক্ষার নম্বর বণ্টন ছিল এই রকমঃ

এক্সাম টেকার – IIT, University of Dhaka:

• আইটি পার্ট – ৬ টি প্রশ্ন * ২০ নম্বর = ১২০ নম্বর

• English – Translation (১০ নম্বর) + Paragraph (২০ নম্বর) = ৩০ নম্বর

• বাংলা – অনুবাদ (১০ নম্বর) + অনুচ্ছেদ (২০ নম্বর) = ৩০ নম্বর

• গণিত – ২ টি প্রশ্ন * ১০ নম্বর = ২০ নম্বর

• মোট – ২০০ নম্বর

এক্সাম টেকার – AUST:

• আইটি পার্ট – ১০ টি প্রশ্ন * ১২ নম্বর = ১২০ নম্বর

• English – Translation (১০ নম্বর) + Focus Writing (২০ নম্বর) = ৩০ নম্বর

• বাংলা – অনুবাদ (১০ নম্বর) + রচনা (২০ নম্বর) = ৩০ নম্বর

• গণিত – ২ টি প্রশ্ন * ১০ নম্বর = ২০ নম্বর

• মোট – ২০০ নম্বর

প্রাকটিক্যাল পরীক্ষাঃ

Assistant Programmer

• C Program (১ টি): ২৫ নম্বর

• Microsoft Excel: ২৫ নম্বর

• মোটঃ ৫০ নম্বর

Senior Officer (IT/ICT)

• বিজয় দিয়ে বাংলা টাইপিং: ১৫ নম্বর

• English Typing: ১৫ নম্বর

• Microsoft Excel: ২০ নম্বর

• মোটঃ ৫০ নম্বর

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ “সহকারী প্রোগ্রামার” পদে সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যার নম্বর বণ্টন ছিল এই রকমঃ

এক্সাম টেকার – Faculty of Arts, University of Dhaka:

MCQ পার্ট:

৬৪ টি প্রশ্ন * ১.২৫ নম্বর = ৮০ নম্বর

(অধিকাংশ প্রশ্নই ছিল আইটি রিলেটেড। এখানে বলে রাখা ভালো, MCQ পার্টে পাশ না করলে Subjective পার্টের খাতা দেখা হয় না। তবে পাশ মার্ক কত হবে সেটা বাংলাদেশ ব্যাংক ঠিক করে।)

Subjective পার্ট:

আইটি পার্ট – ১৪ টি প্রশ্ন

English – ৩ টি প্রশ্নঃ Comprehension, Translation, Paragraph

গণিত – ৩ টি প্রশ্ন

মোট – ২০ টি প্রশ্ন = ১২০ নম্বর

সর্বমোট – ৮০ + ১২০ = ২০০ নম্বর

assistant programmer

Assistant Programmer Bangladesh Bank Question

ব্যাংক জবের ক্ষেত্রে লিখিত পরিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাইভা নিয়ে ভয়ের কিছু নেই। তারপরও ভাইভা নিয়ে আরেক দিন বিস্তারিত লিখব।

প্রয়োজনীয় বইঃ

টেকনিক্যাল পার্টের জন্য ভার্সিটির মূল বই থেকেই পড়া উচিত। তবে জব সল্যুশন হিসেবে Cloud IT/Dream’s IT/Compact IT/bitBox/The Power of IT Jobs ইত্যাদি যেকোনো একটি বই পড়তে পারেন।

জেনারেল পার্টের জন্য যেকোনো জব সল্যুশন (যেমনঃ Professor’s Key to Government Bank Job) পড়তে পারেন।

আজকের পোস্ট আর বড় করলাম না। কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী পোস্টে আমি রাষ্ট্রায়াত্ত ব্যাংক ও বাংলাদেশ ব্যাং কের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করব।

সকলের জন্য শুভকামনায়।

  • Assistant programmer question paper in Bangladeshi Click Here
  • Bangladesh Bank Assistant Programmer Circular Click Here
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *